যশোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “আমরা রাজনীতি করি দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য, নিজেদের স্বার্থে নয়। বিএনপি যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশব্যাপী অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যশোরেও বিএনপির হাত ধরে এসেছে নানা উন্নয়ন কার্যক্রম।”
বৃহস্পতিবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা মহিলা দল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ের নারীদের সংগঠিত করতেই এই সভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, “গত এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে আছে। তারা জনগণের ভোটাধিকার হরণ করে, রাষ্ট্রীয় সম্পদ লুটে নিচ্ছে। তাদের শাসনামলে দেশের উন্নয়ন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে, যশোরও তার ব্যতিক্রম নয়। বিএনপি যদি আবারও জনগণের রায়ে ক্ষমতায় আসে, তাহলে উন্নয়নের গতি পুনরায় ফিরিয়ে আনা হবে।”
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা।
সভাটি সঞ্চালনা করেন মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শৈলী এবং যুগ্ম সম্পাদক সুফিয়া মাহমুদ।